বিজিবিকে কুপিয়ে জখমকারী ২ জন গ্রেফতার

গত ৭ নভেম্বর দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধুরইল সীমান্ত হতে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাবার সময় আক্রমনকারী মাদক ব্যবসায়ী প্রধান আসামী মৃত তছির উদ্দিনের পুত্র মোঃ রেজাউল করিম ওরফে গুপ্তা (৫৫) ও ২নং আসামী রেজাউল করিমের পুত্র মোঃ মেহেদী হাসান ওরফে রাজু (২৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ।
জয়পুরহাট-র‍্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গত ৪ নভেম্বর রাতে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটেলিয়নের জেসিও নায়েব সুবেদার মুজিবর রহমানের নেতৃত্বে ৩জন বিজিবি সদস্য নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্ত এলাকায় টহলকালীন মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা, পিঠ সহ সারা শরীরে নিশংসভাবে (৩জন) জখম করে। নায়েব সুবেদারের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হলে তাদের গ্রেফতার করতে সক্ষম হই।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *