কালাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ধোধনঃ “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগান সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ০৯ নভেম্বর বুধবার সকালে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা। কালাই উপজেলা প্রসাশনিক কর্মকর্তা মো.সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রত্না রশিদ, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ অামিনুল ইসলাম, কালাই প্রেসক্লাবের সভাপতি ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনূল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু মুনীষ চৌধূরী, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এস এম মঈনুদ্দিন প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ