জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসায় ৫ম ও ৮ম শ্রেণির দোয়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
জয়পুরহাটের সুনামধন্য বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা (সাবেক জয়পুরহাট ক্যাডেট মাদরাসা) এর উদ্যোগে হাজী বদরউদ্দিন রোডস্থ মাদ্রাসা মাঠে রবিবার সকাল ৮টায় ৫ম ও ৮ম শ্রেণির বিদায় উপলক্ষে দোয়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ও জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাশরেকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য দেন আইএমএম, বিসিএসআইআর জয়পুরহাট এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাজিম জামান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, বিশিষ্ট গাইনি সার্জন ডা: পারভিন আখতার।
জয়পুরহাট কালচারাল একাডেমীর পরিচালক বনী আমিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মাও: আশরাফুল ইসলাম, আবু সুফিয়ান, মুক্তারুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী রোবায়েদ হোসেন রিয়াদ, মোবাশ্বেরুল ইসলাম, আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করে উপাধ্যক্ষ মাও: নুর মাহমুদ। প্রধান অতিথি জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বলেন, সন্তানকে ভালো ভাবে মানুষ করতে হলে অভিভাবকদেরকে পাহারাদার হিসেবে কাজ করতে হবে। শিশুদেরকে ছোট বেলা থেকে নৈতিকতা ও আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকার বিকল্প নেই। আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎ শুধু দেশের নেতৃত্বের জন্য নয় আগামীতে এই শিশুরাই বিশ্বেকেও নেতৃত্ব দেব। তাই প্রত্যক শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ভাল শিক্ষক আর ভাল প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েই সম্ভব নয়। দেশ ও জাতি গঠনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকের ন্যায় প্রত্যক অভিভাবকদের বাসায়ও ভূমিকা রাখতে হবে। জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথি ড. মোহাম্মদ নাজিম জামান বলেন, তথ্য প্রযুক্তির যুগে ফেসবুক, ইউটিউব এর অপব্যবহার না করে এর ভাল দিক নিয়ে গবেষনা চালিয়ে এর সুফল কে কাজে লাগাতে হবে শিক্ষার্থীদেরকে। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআনের বিধি নিষেধ মেনে মানুষের জন্য যা কল্যাণকর তা প্রতিষ্ঠা করার আহবান জানান। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইসলাম ও আধুনিক শিক্ষার জন্য জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা এক অনন্য ভূমিকা রাখছে। মাদরাসাটি কুরআন, হাদীসের আলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীদেরক সহী কুরআন শিক্ষাসহ ইংরেজী, আরবী সমন্বিত শিক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসার সাংস্কৃতিক টিম বাল্য বিবাহ প্রতিরোধে ছোট নাটিকা, কবিতা আবৃতি, ইসলামী গান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনলাইন ডেস্কঃ