অস্ট্রেলিয়ার মেলবর্নে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন সম্মেলনে পাঁচবিবির কৃতিসন্তান জাহাঙ্গীর আলম চৌধুরী

৬ দিনব্যাপী অস্ট্রেলিয়ার মেলবর্নে ইন্টারসেশনাল ট্রেড ইউনিয়নের অনুষ্ঠিত সন্মেলন-২০২২ এ বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক পাঁচবিবির কৃতি সন্তান জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরো ৬টি জাতীয় ফেডারেশনের নেতৃবৃন্দ।
জানা যায়, ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় এই সম্মেলন। অংশগ্রহণ করতে গেছেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক পাঁচবিবির কৃতিসন্তান ও জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ,কে,এম আজম খসরু,বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল,বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক রিপন চৌধুরী।মুলত International thread union confederation ITUC প্রতি চার বছর পর পর congress হয়। বিশ্বব্যাপী এই সংগঠনের অন্তর্ভুক্ত ১৭০ টি দেশের- জাতের শ্রমিক ফেডারেশনের জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করছে এ সম্মেলনে। গত ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী এ সম্মেলনের মুল প্রতিপাদ্য হচ্ছে New sosal conircat.
বৈষয়িক অবস্থার বর্তমান নিরিখে বিভিন্ন ইভেন্টে ভাগ হয়ে সমস্যা গুলি চিহ্নিত করা হচ্ছে।যেমন কাজের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সামাজিক নিরাপত্তা, কর্ম ক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, পর্যাপ্ত সুষম খাবার ব্যাবস্তা, নারীর প্রতি সহিংসতা দুর, নারী-পুরুষের মজুরি বৈষম্যসহ বিভিন্ন সমস্যাগুলি চিহ্নিত করে সন্মেলনের মুল এজেন্ডাতেে অন্তর্ভুক্ত করা হয়। এ সন্মেলনে ১০০০ ডেলিকেট ও প্রায় ১৫০০ পর্যবেক্ষক উপস্থিত রয়েছেন। আগামী ২২ নভেম্বর এই সম্মেলন সমাপ্ত হবে।
 পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *