কালাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” করা নাগরিকদের নৈতিক দায়িত্ব
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ২২ নভেম্বর ২০২২ গত মঙ্গলবার বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ”প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৭ম অলিম্পিয়াডের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোনোয়ারুল হাসান, ইউ আর সি ইন্সট্রাক্টর গোলাম ছাত্তার, কালাই সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, অধ্যক্ষ আমিনুল ইসলাম ও পৌর মেয়র রাবেয়া সুলতানা।
বক্তব্য শেষে ২২ ও ২৩ নভেম্বর ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন সভাপতি ইউএনও মহোদয়। উদ্বোধনের পর তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুক্ষ্ম প্রতিভা বিকশিত করা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জাঁকজমকপূর্ণ উক্ত মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ২৩ নভেম্বর বুধবার অত্র বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে।
কালাই( জয়পুরহাট) প্রতিনিধিঃ