জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুনি, সম্পাদক রাশেদ 

টেলিভিশন সাংবাদিকদের উপর নির্যাতন-হয়রানি, মিথ্যা মামলাসহ বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরতে জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোমেন মুনিকে সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রিপোর্টার্স ক্লাবের অন্যান্যরা হলেন-সহ-সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, মাইটিভির বিপুল কুমার সরকার যুগ্ন সাধারণ সম্পাদক দেশ টিভির রেজাউল করিম রেজা ও গ্লোবাল  টিভির জাহাঙ্গীর আলম খান। কোষাধ্যক্ষ এশিয়ান টিভির গোলাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএ টিভির সোহেল আহমেদ লিও, তথ্য ও গণযোগাযোগ সম্পাদক মাছরাঙা টিভির আল মামুন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল কাদের সুজন। নির্বাহী সদস্য পদে রয়েছেন বিজয় টিভির গোলাম মোস্তফা, আনন্দ টিভির নাহিদ আখতার, এশিয়ান টিভির নেওয়াজ মোর্শেদ নোমান, বাংলা টিভির আয়েশা সিদ্দিকা। এ কমিটির মেয়াদ আগামী ৩ বছর পর্যন্ত বলবৎ থাকবে ।
অনলাইন ডেস্কঃ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *