জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
জয়পুরহাটে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় রহিমা বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আক্কেলপুর উপজেলার তিলকপুর কৃষ্ণকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বিবি একই এলাকার মৃত মোবারক আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, ২২ নভেম্বর সন্ধ্যার আগে রহিমা বিবি নিজ বাড়ি থেকে সাংসারিক প্রয়োজনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিলকপুর থেকে রায়কালী বাজারগামী একটি দ্রæত গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ আমাকে কিছুই জানানো হয়নি, কোন অভিযোগও করেননি।
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ