জয়পুরহাটে নকল স্বর্ণ মুদ্রা বিক্রি প্রতারক চক্রের ২জন গ্রেফতার
২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান ও আর্টিলারি সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ইসমাইলপুর বাজারে অভিযান চালিয়ে ১টি নকল স্বর্ণের মুদ্রা, ২টি মোবাইলসহ প্রতারক চক্রের মূলহোতা জয়পুরহাট জেলা সদর উপজেলার কুড়িমাধবপাড়া গ্রামের আব্দুর রশিদ মন্ডলের পুত্র মিলন হোসেন (৩২) ও ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত ফজলুল বাড়ির পুত্র আব্দুল বারি (৫০)কে গ্রেফতার করে।
মেজর মোস্তফা জামান জানান, প্রতারণার শিকার জহুরুল ইসলাম (৩২) অভিযোগ করেন যে, জামালগঞ্জ বাজারে চায়ের দোকানে পরিচয় হয় ও মোবাইলে কথাবার্তার মাধ্যমে প্রতারকচক্র তার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে।এরপর ভুক্তভোগীকে ফোন দিয়ে জানায় যে, তার এক আত্নীয় পুকুর খনন করতে গিয়ে একটি স্বর্ণের মুদ্রা পেয়েছে।সে তা অল্প দামে বিক্রি করবে। ভুক্তভোগী সরল বিশ্বাসে তা সাড়ে ৩ লক্ষ টাকায় ক্রয় করেন। পরে পরীক্ষা করালে স্বর্ণকার তাকে জানায় যে,এটার মধ্যে স্বর্ণের কোন অস্তিত্ব নেই। পরে টাকা ফেরত চাইলে বিবাদীদ্বয় ভূক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনসহ মেরে ফেলার হুমকি দিলে ভূক্তভোগী জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে চলে আসে। এ ব্যাপারে ভুক্তভোগী জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: