বগুড়ায় নতুন জেলা প্রশাসক হিসেবে সাইফুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন
বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনাব মোঃ সাইফুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রাচীন পুণ্ড্রসভ্যতার পীঠস্থান এবং আধুনিক বগুড়া জেলার জেলা প্রশাসক হিসেবে তিনি গত ০৪/১২/২০২২ তারিখ দায়িত্বভার গ্রহণ করেন। নতুন জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছাসহ স্বাগত জানান বিদায়ী জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক। ডিসি বগুড়া ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে নতুন জেলা প্রশাসক বলেন, সকলের দোরগোড়ায় সরকারের সেবাসমূহ পৌঁছে দিতে জেলা প্রশাসন, বগুড়া অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাব।
বগুড়া অফিসঃ