কালাইয়ের সাংবাদিকপুত্র তাহিদ পাঁচবিবির মহীপুর সরকারী কলেজে প্রভাষক পদে যোগদান
গত রোববার ৪ ডিসেম্বর জয়পুরহাট জেলাধীন পাঁচবিবি উপজেলায় অবস্থিত মহীপুর হাজী মহসীন সরকারী কলেজে ৪০ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের জয়পুরহাট জেলার কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আমিনুল ইসলামের বড় ছেলে মোঃ তাহিদুল হক (তাহিদ)সহ ১১ জন নবাগত শিক্ষা ক্যাডার প্রভাষক পদে যোগদান করেছেন। তাদের এই যোগদান উপলক্ষে একটি সংবর্ধনার আয়োজন করে কলেজের শিক্ষক পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজিবুল ইসলাম, প্রভাষক (বাংলা বিভাগ)। সভাপতিত্ব করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুভাশীষ কুমার মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী সরকার।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: