জয়পুরহাট জেলা পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ইস্যুতে যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের নিয়ে সংলাপ
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র অধিকার এখানে, এখনই (রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে সোমবার সকাল ১০ টায় জয়পুরহাটে জেলা পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ইস্যুতে যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জয়পুরহাট জেলা সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী, পৌর প্যানেল মেয়র জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, জেলা শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাক, জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপ পরিচালক মো: ইমাম হাসিম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারী পরিচালক মাহবুব আলম ভূইয়া, পৌর কাউন্সিলর মামুনুর রশীদ ও অলিউজ্জামান বাপ্পিসহ ইয়ুথগণ।
অনুষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সংলাপ সেশন পরিচালনা করেন ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সূত্রধর। বাংলাদেশের প্রেক্ষাপট ও এসআরএইচআর, প্রকল্পের পরিচিতি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রকল্পের প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মুর্শিদা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর জেলা ব্যবস্থাপক মো: কায়েমউদ্দিন।
সভায় জানানো হয় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক সময় নানারকম স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকে। শিশু থেকে বয়স বাড়ার সাথে সাথে কিশোর/কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময়ে হরমোনের প্রভাবে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। তাদের মধ্যে বেশিরভাগ জানেইনা কোথায় গেলে তারা সেবা পেতে পারে, এসময়ে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক পরামর্শ ও ধারনা তাদেরকে চিন্তামুক্ত, স্বাভাবিক ও সুন্দর জীবন যাপনে সহায়তা করতে পারে। প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলা অনেকটা লজ্জাজনক বিষয় হিসেবে বিবেচিত হওয়ায় সঠিক উৎস থেকে ধারণার অভাবে তারা অনেক ভুল তথ্য পায়, যা তাদের জন্য ক্ষতিকর দিক। এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্র্যাক ২০২৫ সাল পর্যন্ত রাইট হিয়ার রাইট নাউ- ২ নামে এ প্রকল্পটি বাস্তবায়ন এবং এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী ও যুব সমাজকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আলোচকবৃন্দ বলেন, যুব বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং নাগরিক সমাজ সহ সংশ্লিষ্ট সকলের একযোগে কাজ করার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।