বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে সোমবার দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগাবটতলা ইতালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের শেরুয়া এলাকার আলামিন, শেরপুর পৌরসভার কর্মকার পাড়া এলাকার গোপাল সরকার ও শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকার নাঈম। এদের মধ্যে আল আমিন ও গোপাল ভটভটির চালক অপরজন ভটভটির যাত্রী ছিলেন।

জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর এলাকা থেকে একটি ধান বোঝাই ভটভটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় ঘোগাবটতলা ইতালিপাড়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দেয়। এসময় অপর দিক থেকে আসা মনোহারি খাদ্যসামগ্রীর আরেকটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই ভটভটির চালক ঘটনাস্থলেই নিহত হন। আর দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের লোকজন। এ বিষয়ে শরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ কর্মকর্তা নাজির হোসেন জানান, ঘটনাস্থলে নিহত দু’জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে শরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদীন সরকার জানান,  ধাক্কা দেওয়া শ্যামলী বাস আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়া অফিসঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *