সিরিয়ায় অভিযান চালাতে অনুমতির প্রয়োজন নেই : তুরস্ক
সিরিয়ায় সন্ত্রাস দমনে অভিযান চালাতে তুরস্কের কারো অনুমতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র ইব্রাহিম কালিন। রোববার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইব্রাহিম কালিন বলেন, ‘আমাদের অনুমতি নেয়ার জন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমরা শুধু দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিতে মিত্রদের সাথে সমন্বয় করে কাজ করছি।’ তিনি আরো বলেন, সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা অবশ্যই কারও জন্য ভালো নয়। এটি প্রত্যেকের জন্য হুমকিস্বরূপ। শুধু আমাদের জন্য নয়, ইরাক, জর্দান এবং অন্যান্য দেশ, এমনকি ইউরোপের জন্যও হুমকি। গত মাসে সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে), কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজি) স্থাপনা লক্ষ্য করে অভিযান চালায় তুরস্ক। সম্প্রতি ইস্তাম্বুলের জনপ্রিয় ইস্তিকলাল অ্যাভিনিউতে সন্ত্রাসী গোষ্ঠী বোমা হামলা চালালে ছয়জন নিহত ও ৮১ জন আহত হন। এ ঘটনার আট দিন পরই ওই অভিযান চালানো হয়।
অনলাইন ডেস্কঃ