সোনাতলায় মারপিটের মামলায় পৌর মেয়র কারাগারে
বগুড়ার সোনাতলায় মারপিটের মামলায় পৌর মেয়র ও জাতীয় শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম নান্নু ও তার ভাই আবুল কালাম আজাদ পুটুকে কারাগারে পাঠিয়েছে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ রবিউল আওয়াল। ৫ ডিসেম্বর সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি। সুব্রত ব্যানার্জি জানান, ২০১৬ সালের আগস্ট মাসে সোনাতলা বন্দর এলাকায় মারপিটের ঘটনা ঘটে। ওই মামলায় সোমবার সকালে সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু ও তার ভাই আবুল কালাম আজাদ পুটু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বগুড়া অফিসঃ