দুপচাঁচিয়ায় রাস্তা নির্মানের লক্ষ্যে মতবিনিময় সভাঃ ৫০ বছরের জটিলতার অবসান
দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের কুড়াহার-সুহলী গ্রামের রাস্তা নির্মানের লক্ষ্যে গুনাহার ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কেউৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের এর সভাপতিত্বে ও ইউপি সদস্য এম শাহীন আলমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, গ্রামবাসী মাসুদুর রহমান, মতিউর রহমান মুন্না, জমির মালিক মানিক চন্দ্র বর্মণ প্রমুখ। দেশ স্বাধীনের ৫০বছর পরও জমির মালিকদের কারণে দু’টি গ্রাম ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতে পায়ে হাটা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কয়েক যুগের আক্ষেপের এ অবসান ঘটালেন আজকের এ মতবিনিময় সভা। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও জনপ্রতিনিধিগণ সকলের সঙ্গে সমন্বয় করে এ রাস্তা তৈরির সকল ব্যবস্থা গ্রহণ করেন।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ