সরকারি বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে জেলা প্রাশাসকের মতবিনিময় সভা
জয়পুরহাটের সকল সরকারি দপ্তরের প্রধানের সাথে নবাগত জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মুল্যবান বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম, বিসিএসআইআর এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট বাবুল আকতার প্রমুখ। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সাথে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানের পরিচিতি এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার জন্য এ মতবিনিময় সভা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
অনলাইন ডেস্কঃ