জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন এবং তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে বোরহান উদ্দিন ফকির ও আলহাজ বজলুর রহমান খান শপথ গ্রহণ করেছেন। জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী তাদেরকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য গত ২ নভেম্বর ক্ষেতলাল উপজেলার বড় তারা ও তুলসীগঙ্গা দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিশাল ভোটের ব্যবধানে বোরহান উদ্দিন ফকির পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাইকুল ইসলাম মোল্লাকে পরাজিত করে প্রথমবারের নৌকা প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ বজলুর রহমান খান। গত ১১ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উক্ত দুই ইউ পি চেয়ারম্যান, সাধারণ সদস্যবৃন্দ ও সংরক্ষিত নারী সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান। তাদের শপথের মাধ্যমে ইউনিয়ন দুটিতে সর্বস্তরের নাগরিক তাদেরকে স্বাগতম জানান। এলাকার মানুষ তাদের মাধ্যমে সকল ডিজিটাল সেবা পাবেন বলে তারা আশাবাদী।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ