বগুড়ায় কৃষক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। ১১ ডিসেম্বর রোববার বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা কৃষকদলের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। এসময় জেলা বিএনপিসহ জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা এবং দেশের সকল নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বগুড়া অফিসঃ