মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিজিবি- বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এবং বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে অদ্য ১২ ডিসেম্বর ২০২২ তারিখ ১৫০০ হতে ১৬১০ ঘটিকা পর্যন্ত উত্তর পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুর এর তত্ত্বাবধানে এবং জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর আয়োজনে বিজিবি-বিএসএফ এর মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।

ম্যাচ উপলক্ষে সামছুল আলম দুদু, মাননীয় সংসদ সদস্য, জয়পুরহাট-১ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে শ্রী অজয় সিং, ইন্সপেক্টর জেনারেল, ফ্রন্টিয়ার কমান্ডার, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, ডিআইজি রায়গঞ্জ সেক্টর, ডিআইজি, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারসহ সর্বমোট ৪৬ জন ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহন করেন। ম্যাচটিতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, রংপুর। এছাড়াও, রংপুর রিজিয়নের অধীনস্থ রাজশাহী, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডারগণ এবং পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি), জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়কগণ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল প্রতিযোগিতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। প্রতিযোগিতাটি গোল শূন্য অবস্থায় শেষ হওয়ায় বিজিবি-বিএসএফ এর উভয়দল যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *