জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উদযাপন
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উদযাপন করা হয়। সকালে পাঁচমাথা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা স্টেডিয়ামে থানা পুলিশ, স্কুল কলেজের ছেলেমেয়েদের মার্চপার্ট, কুচ কাওয়াজ ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। শেষে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তদন্ত হাবিবুর রহমান হাবিব,ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডল প্রমুখ। বিকেলে উপজেলা একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও দুপুরে পাঁচবিবির বাসভবনে বীর মুক্তিযোদ্ধা তার পরিবারবর্গের মাঝে প্রতিবছরের ন্যায় এক প্রীতি ভোজের আয়োজন করেন, জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু।
পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: