পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে জয়পুরহাটে দিনব্যাপী সেমিনার

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের আওতায় জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর রবিবার সকালে পুলিশ লাইনের ড্রিল সেডে জেলা পুলিশ সার্বিক সহযোগীতায় আয়োজিত দিনব্যাপী এ সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। সেমিনারে মূল বিষয় উপস্থাপনা করেন ঢাকা ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর অতিরিক্ত উপ পলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বানিয়াপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: সাইদুর রহমান, কমিউনিটি পুলিশের আহবায়ক গোলাম হক্কানী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী। সেমিনারে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানান, সন্ত্রাস এবং উগ্রবাদ প্রতিরোধ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সমাজের সব শ্রেণিপেশার সহযোগিতা দরকার। সমাজের সকলের সহযোগিতায় উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, নির্মূলে চেষ্টা চালিয়ে যেতে হবে এ জন্য সেমিনারে শিক্ষার্থী, ক্রীড়ামোদী, এনজিও প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মীদেরকে এ আয়োজন। পুলিশ সুপার, স্বজন ও সন্তানের পারিবারিক শিক্ষা নিশ্চিত করতে হবে, নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করতে সব সময় সজাগ থেকে নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশপ্রেম ও দেশত্ববোধ জাগ্রত করার আহবান জানান। উল্লেখ্য যে, প্রতিদিন দুই শিফটে তিনদিন একটানা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে চলবে এ সেমিনার।

অনলাইন ডেস্কঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *