বগুড়ায় উত্তরণ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন

বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র ও নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদের নামাজে জানাজা ২০ ডিসেম্বর বাদ জোহর ইছাইদহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে ইছাইদহ কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য তিনি স্টোকজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার পূর্বে মরহুমের জীবন কর্মের উপর আলোচনায় অংশ নেন, জাতীয় সংসদে সাবেক বিরোধী দলীয় চীপ হুইপ মোঃ নুরুল ইসলাম ওমর, বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি, বড় মসজিদের পেশ ইমাম, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল কাদের, মহাস্থান শাহ সুলতান বলখী (রহ) ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও সরকারি মুস্তাফাবিয়া মাদরাসা এলামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রুস্তম আলী, মাওলানা কাজী মাহমুদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ । জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ভাই মাওলানা নুরুল ইসলাম বসুনিয়া।

বগুড়া অফিসঃ

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *