জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করনীয় শীর্ষক সেমিনার

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলার ইউপি চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলরদের  অংশগ্রহণে “উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয় ” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার  দুপুরে  পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  সেমিনারে  পুলিশ সুপার  মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।  জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে করনীয় বিষয়ে বাস্তব সম্মত মুল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম শাখার অতিরিক্ত  উপ পুলিশ কমিশনার কাউন্টার টেররিজম (C T T C) সাঈদ নাসিরুল্লাহ পি পি এম সেবা। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, ফারজানা হোসেন, বিজ্ঞ জিপি মোমিন আহমেদ চৌধুরী, কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান সরকার।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়া বারিক। প্রধান অতিথি বলেন, সন্ত্রাস এবং  উগ্রবাদ প্রতিরোধ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সমাজের সকলের সহযোগিতা দরকার। জনপ্রতিনিধিদের  কে  তিনি সচেতন হওয়ার আহবান জানান এবং সমাজের সকলের সহযোগিতায় উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, নির্মূলে চেষ্টা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।
অনলাইন ডেস্কঃ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *