জয়পুরহাট র‍্যাবের অভিযানঃ নওগাঁর নজিপুর থেকে ৫জন ভুয়া ডাক্তার গ্রেফতার

নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুর বাজার এলাকা হতে ৫ জন ভুয়া ডাক্তারকে মেডিকেল যন্ত্রপাতিসহ গ্রেফতার করেছে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর সোমবার রাতে সিপিসি-৩ জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুর বাজারে অভিযান চালিয়ে একই থানার পুইয়্যা গ্রামের রেজিস্ট্রেশন বিহীন ভূয়া ডাক্তার রাজকুমার চৌধুরীর পুত্র শ্রী চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের শ্রী ভক্ত ভূষণ সরকারের পুত্র  শ্রী গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের মোঃ হাফিজুর রহমানের পুত্র মোঃ আবুল কাশেম মিঠু(৩৯), বালুঘা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের পুত্র মোঃ মোশারফ হোসেন রাজু (৩২)  ও নজিপুর গ্রামের মোঃ শাহিনুর রহমানের পুত্র মোঃ গোলাম সারোয়ার সোহান (২৯) কে মেডিকেল যন্ত্রপাতিসহ গ্রেফতার করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মেজর মোস্তফা জামান জানান, সকল অপরাধীই এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেনি। তারা চিকিৎসা সম্পর্কে সঠিক জ্ঞান না রেখেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিল। এমনকি তাদের মধ্যে কয়েকজন শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার করতেন। কেউ কেউ নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবেও পরিচয় দিতেন। তারা সবাই মেডিকেল দোকান চালাচ্ছিলেন এবং কয়েক বছর ধরে অনুশীলন করছিলেন।এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *