গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক জয়পুরহাটে মতবিনিময় সভা

‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আঞ্চলিক তথ্য অফিসার তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদের সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবুল, সাংবাদিক শাহদুল ইসলাম সাজু, শাহজাহান সিরাজ মিঠু, আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মণসহ সরকারি কর্মকর্তাগন ও গণমাধ্যমকর্মীরা।

সভায় প্রধান অতিথি বলেন, সামাজিক যোগাযোগ-মাধ্যমসহ অনলাইন নিউজ-পোর্টালগুলোতে দেশ-বিদেশ থেকে যে ধরনের অপপ্রচার চালানো হয়, তা নিয়মিত নজরদারি করে গুজবকারীদের আইনের আওতায় আনা হবে। যারা এ সমস্ত গুজবে লাইক, কমেন্ট ও শেয়ার করে অপপ্রচারকে উসকে দেয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের বিরুদ্ধে সম্মিলিত ভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সভায় গুজব প্রতিরোধে মিডিয়ার ভুমিকা আরো গতিশীল করা এবং সমাজের সবাই কে ভূমিকা রাখার জন্য আহবান জানানো হয়। গুজবের বিভিন্ন তথ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান। সভায় গণমাধ্যমকর্মীরা, উন্নয়ন সংবাদ-প্রচারে সঠিক তথ্যের অবাধপ্রবাহ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন।

অনলাইন ডেস্কঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *