দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে আইএমএমএম শীর্ষক জয়পুরহাটে কর্মশালা

“দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে আইমএমএম” শীর্ষক জয়পুরহাটে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মিলনায়তনে আইএমএমএম, বিসিএসআইআর জয়পুরহাট এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাজিম জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্য দেন বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী।

অন্যান্যদের বক্তব্য দেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ শাহ আলম, ব্যবসায়ী আমিনুল বারী, আব্দুল আজিজ মোল্লা, প্রিন্স। মুল প্রবন্ধ এবং ডিসেম্বর ২২ পর্যন্ত আইএমএমএম, বিসিএসআইআর অর্জিত বিভিন্ন সাফল্য উপস্থাপন করেন আএমএমএম এর পরিচালক। এ সময় প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. প্রদীপ কুমার বিশ্বাসসহ অন্যান্য সায়েন্টিফিক অফিসার এবং জেলার শীর্ষ ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী বলেন, বিজ্ঞান ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঘটানো সম্ভব।

বিসিএসআইআর বিজ্ঞানের সকল দিক নিয়ে কাজ করছে এবং জনগনের সেবা নিশ্চিত করতে একযোগে সকলকে কাজ করার আহবান জানান। সেমিনারে বলা হয়, জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে উদ্ভাবিত দেশীয় পণ্য ব্যবহার করে নানামুখী শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। সারাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদগুলো গবেষনা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। আইএমএমএম এর উদ্ভাবিত দেশীয় খনিজ সম্পদ ব্যবহার করে স্থানীয়ভাবে নানারকম ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠা করা সহজ এবং সম্ভব। সায়েন্টিফিক কর্মকর্তারা স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে শিল্প-কারখানা গড়ে তোলার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দরে আহবান জানান।

অনলাইন ডেস্কঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *