জয়পুরহাটের কালাইয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান করা হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান হয়। এ সময় জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মনের সভাপত্বিতে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, জেলা তথ্য অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী ফরমান আলী সরকার, কালাই থানার পুলিশ উপ-পরিদর্শক জাহিদুল হাসান, স্থানীয় ইউপি সদস্য বাদশা মন্ডল ও শাহনাজ পারভীন বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে স্থানীয় ও জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে শিল্পীগন সঙ্গীত পরিবেশন করেন।
কালই (জয়পুরহাট) প্রতিনিধি: