জয়পুরহাটের পাঁচবিবিতে ওয়ান শুটার গান ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী শিপন গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী শিপন মন্ডল গ্রেপ্তার হয়েছে। সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা যায়, উক্ত ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল গত ২৯ ডিসেম্বর রাত পৌনে ১টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার খাসবাট্টা এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের আব্দুল মান্নান মন্ডলের পুত্র মোঃ শিপন মন্ডল (৩৬)কে ২টি ওয়ান শুটারগান, ৩রাউন্ড গুলি, ২টি হাসুয়া, ২টি চাপাতি ও ৪টি ডেগারসহ হাতেনাতে গ্রেফতার করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, ধৃত আসামী শিপন মন্ডল এলাকার একজন কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয় লোকজনের ওপর তার আধিপত্য বিস্তার করে রেখেছিল। তার বিরুদ্ধে আরও ১৯টি মামলা রয়েছে। এ ব্যাপারে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে- (১৮৭৮ অনুসারে) ১টি মামলা দায়ের করা হয়েছে।
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি: