জয়পুরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইনস নারী ব্যারাকে এ শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেশমা আলম, সাধারণ সম্পাদক ঈশাদী নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন।পুনাক সভানেত্রী রেশমা আলম বলেন সমাজে অনেক গরীব অসহায় মানুষ বসবাস করেন। শীতে তাদের খুব কষ্ট হয়।তাদের কথা চিন্তা করে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নেই। ভবিষ্যতে বৃহত পরিসরে এ কার্মসূচী হাতে নেওয়া হবে। অনুষ্ঠানে গরীব, অসহায়, ছিন্নমূল প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।