জয়পুরহাটের পাঁচবিবিতে ২দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
ইন্টারনেট আসক্তির ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার সকাল ১০টায় পাঁচবিবি বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের দ্বিতল ভবনে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৭ম বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড- ২০২২ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত ২দিনব্যাপী এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন,বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এ বিজ্ঞান মেলায় উপজেলার ২০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীগণ তাদের তৈরি প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করেন।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: