বগুড়ার গাবতলীতে ট্রেনের ধাক্কায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (২০) নামের এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নাড়ুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা এলাকার প্রবাসী মোঃ শামীমের স্ত্রী। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সুমাইয়া নাড়ুয়ামালা এলাকার তার নিজ বাড়ির সামনে বের হন। এ সময় গাবতলী দিক থেকে আসা সান্তাহারগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত সুমাইয়া তার বাড়ির সামনে রেললাইনে পাশে বের হওয়ার পড়ে ঘনকুয়াশায় ট্রেন দেখতে পারেনি। এজন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সুমাইয়ার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া অফিসঃ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *