সিলেট বিয়ানীবাজারে সংবর্ধিত হলেন সাহিত্যিক ও গবেষক মীম মিজান
সিলেট জেলার বিয়ানীবাজারে বীর মুক্তিযোদ্ধা ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগারের ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সংবর্ধিত হলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, অনুবাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের পিএইচ-ডি রিসার্চ স্কলার মীম মিজান। বিয়ানীবাজার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগারের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর’২২) সকালে পূর্ব মুড়িয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. এ চৌধুরী হাসিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দিন। প্রধান আলোচক হিশেবে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক বক্তব্য রাখেন মীম মিজান। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন পূর্ব মুড়িয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. ফয়েজ আহমদ, কবি বিদ্যুৎ রঞ্জন দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, জার্মান প্রবাসী প্রবীণ বীর মুক্তিযোদ্ধা মনজ্জির আলী, খলিলুর রহমান, তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ সাদী টিপু ও বসুন্ধরা জনকল্যাণ সমিতির সভাপতি এবাদুর রহমান সহ আরো অনেকে।
আলোচনা শেষে একাত্তরের মুক্তিযুদ্ধে অসম সাহসী ভূমিকা রাখার জন্য স্থানীয় তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক হিশেবে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক মীম মিজানকে দেয়া হয় বিশেষ সম্মাননা। এছাড়াও বিভিন্ন বিভাগে পুরস্কার ও মেধা সমীক্ষার ভিত্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাদান করা হয় নগদ অর্থ।
অনলাইন ডেস্কঃ