জয়পুরহাটে ‘আন্জুমান মুফিদুল ইসলাম’ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন
জয়পুরহাট জেলা ‘আন্জুমান মুফিদুল ইসলাম’ এর উদ্যোগে গরীব অসহায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গত বুধবার দুপুরে কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী কার্য্যালয়ের সামনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের উদ্বোধন করেন ‘আন্জুমান মুফিদুল ইসলাম’ জেলা সভাপতি আবুবকর সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন জেলা আন্জুমান মুফিদুল ইসলাম এর সেক্রেটারী জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু, জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখ, কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মইনুল হোসেন, আব্দুল মালেক প্রমুখ।
অনলাইন ডেস্কঃ