জয়পুরহাটে রোগীকে অজ্ঞান করে স্বর্ণালংকার লুট করা ভুয়া কবিরাজ ফিরোজ মন্ডল গ্রেফতার
জয়পুরহাটে কবিরাজীর নামে রোগীকে অজ্ঞান করে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়া প্রতারকচক্রের মূলহোতা ভুয়া কবিরাজ ফিরোজ মন্ডলকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা যায়, উক্ত ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে জয়পুরহাট জেলা সদর থানার মধ্যপালি এলাকায় অভিযান চালিয়ে ১টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের প্লেট, ১টি মোবাইল, ১টি বাইসাইকেল, ১০টি বিভিন্ন ধরণের লোহার টুকরা, ১টি হাতুড়ি, ১৫টি বিভিন্ন ধরণের কবিরাজি গাছের মূলসহ প্রতারক চক্রের মূলহোতা একই থানার ঘাসুরিয়া গ্রামের মৃত মফিজ মন্ডলের পুত্র মোঃ ফিরোজ মন্ডল (৫৫) কে গ্রেফতার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান,অভিযুক্ত মোঃ ফিরোজ মন্ডল ও তার ২জন সহযোগী জয়পুরহাট জেলার সদর থানার মধ্যপালি এলাকা নিবাসী মোঃ মতিউর রহমানের স্ত্রী রাবেয়া বেগমের কবিরাজি ঝাড়ফুক,তান্ত্রিক চিকিৎসা দেয়ার নামে মতিউরের বাসায় আসে। এরপর চিকিৎসা দেয়ার নামে রাবেয়া বেগমকে ঝাড়ফুকে অজ্ঞান করে তার কাছ থেকে স্বর্ণের আংটি ও স্বর্ণের প্লেট (পাশা) নিয়ে বাড়ি থেকে চম্পট দেয়। পরবর্তীতে ভিকটিমের জ্ঞান ফিরে আসলে সে বুঝতে পারে,কবিরাজের দলটি একটি প্রতারক চক্র এবং চক্রটি তার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।পরে ভিকটিমের স্বামী মতিউর রহমান র্যাব ক্যাম্পে ফোন করে অভিযোগ করলে র্যাব প্রতারক কবিরাজ দলের মূলহোতা মোঃ ফিরোজ মন্ডলকে দুর্গাদহ বাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কবিরাজ চক্রের অন্য ২ সদস্য পালিয়ে যায়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :