ঐতিহাসিক মহাস্থান গড় গ্রামে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

বগুড়ার ঐতিহাসিক মহাস্থান গড় গ্রামের যুবকদের গড়া সংগঠন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেছেন, জরুরি প্রয়োজনে সকল মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা প্রয়োজন। যুব সমাজরাই আগামী দিনগুলোর নেতৃত্ব দিবে। সমাজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের মত কার্যক্রম পরিচালিত হলে সমাজে অন্যায় অপকর্ম কমে যাবে। ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় মহাস্থান গড় পূর্ব পাড়ায় আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রবিউল ইসলাম। ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অত্র সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান।
এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য বেলাল মন্ডল, ইউপি সদস্য ফারুক হোসেন, বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন বিবিজিএফ এর সভাপতি আব্দুর রহিম সরকার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল, উপদেষ্টা সাইদুর রহমান সাজু সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জহুরুল ইসলাম সৈকত, সভাপতি ইউসুফ হোসাইন, সাধারন সম্পাদক নুর ইসলাম জনি, যুগ্ম সাধারন সম্পাদক টিপু সুলতান, দপ্তর সম্পাদক রিয়াজুল হাসান কোষাধ্যক্ষ তারেক হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, প্রচার সম্পাদক গোলাম রব্বানী, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল তামিম, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রাসেদ সদস্য বিজয়, সোহেল,রাসেল, আশারাফুলসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মহাস্থান গড় ও পাশ্ববর্তী গ্রামের অর্ধশত নারী, পুরুষ ও শিশুর রক্তের গ্রুপ নির্ণয় সহ অসুস্থ রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *