বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপি ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ অফিসের দরজায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দৃর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে। নিক্ষিপ্ত পেট্রোল বোমাটি আগুন না লাগায় অল্পের জন্য ভবনটি বড়ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পায়। গত বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিক্ষিপ্ত ৪টি পেট্রোল বোমা উদ্ধার করে। ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু জানান, প্রতিদিনের মত গত ২৮ ডিসেম্বর বুধবার পরিষদের কার্যক্রম শেষে ভবনের দরজা জানালা বন্ধ করে সকলে চলে যায়। রাতে ইউপি ভবনে পাহাড়া দেয় গ্রাম পুলিশ মনোরঞ্জন। হঠাৎ রাত দেড়টার সময় সেভেন আপ এর কাঁচের বোতলে ভর্তি পাটের সুলতা লাগানো পেট্রোল বোমা ইউপি ভবনের দরজায় দূর থেকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বিকট শব্দ শুনতে পেয়ে পাহারাদার গ্রাম পুলিশ মনোরঞ্জন এগিয়ে আসলে দূর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। নিক্ষিপ্ত পেট্রোল বোমায় আগুন না লাগায় ইউপি ভবনের কোন ক্ষয়- ক্ষতি হয়নি। তবে এলাকায় আতংক বিরাজ করছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে বৃহস্পিবার সকালে ঘটনাস্থল থেকে কাঁচের ভাংগা বোতল ও পাটের সুলতা উদ্ধার করা হয়েছে। তবে ওই বোতল গুলোতে কেরোসিন তেলের গন্ধ পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ