জয়পুরহাটে এক হাজার ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাটে গত কয়েকদিন থেকে বেড়েই চলেছে শীতের প্রকোপ। এ অবস্থায় গত বৃহস্পতিবার ১ হাজার অসহায়, দুস্থ, ছিন্নমুল ও এতিম শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জয়পুরহাটের আমদই ইউনিয়ন পরিষদ চত্তরে এসব মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। জয়পুরহাট পুলিশ সুপার ও আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব নন্দলাল পার্শী, আমদই ইউপি চেয়ারম্যান সাহানুর আলম সাবু, সদর থানার ওসি সিরাজুল ইসলাম, জেলা ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন, আমদই ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল বাবু, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।
আমদই ইউপি চেয়ারম্যান সাহানুর আলম সাবু জানান, এই শীতে অসহায়-দুস্থ অনেক মানুষ রয়েছেন যারা শীতবস্ত্র কিনতে না পেরে কষ্টে দিনযাপন করছেন। সেই কথা চিন্তা করে আমি ও পুলিশ সুপার তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, শীতের শুরু থেকেই শীতার্ত মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। জয়পুরহাট জেলায় শীতে বস্ত্রের অভাবে কষ্ট পাবে এমন একজনও থাকবেনা। পাশাপাশি এসব শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনলাইন ডেস্কঃ