জয়পুরহাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছেঃ উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। মহামারি নিয়ন্ত্রণে এসেছে, তাই আজ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানের মত জয়পুরহাটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। রবিবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী ।
রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হকের সভাপতিত্বে বই উৎসবের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অকিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরাফাত হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উদাহরণ তৈরি করতে পেরেছে সরকার।
বিশ্বের অন্য কোনও দেশে একযোগে বছরের প্রথম দিনেই একসঙ্গে এত বই বিতরণ করতে পারেনি। তিনি আরও জানান, একমাত্র শিক্ষাই পারে একটা দেশের পরিবর্তন করতে, দেশের ভাগ্য পরিবর্তন করতে। তাই মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তার এই সুফল আজকের বিনামূল্যে বই বিতরণ উৎসব। এ বছর জয়পুরহাট জেলায় ৬শ ১২টি বিদ্যালয়ে ৪ লাখ ১১হাজারটি বই চাহিদার বিপরীতে ১ লাখ ৬৮ হাজার ৯৫৩টি বই ৮৫ হাজার ২শ ৬২ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হচ্ছে।