জয়পুরহাটে গভীররাতে লন্ডন প্রবাসী তানজীরের ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে  কম্বল  বিতরণ 

৩ জানুয়ারি ২০২৩ লন্ডন প্রবাসী তানজীর আল্ ওহাব যাত্রাকালে জয়পুরহাট রেল স্টেশনের শীতার্ত মানুষকে কম্বল দিয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে এসব কম্বল বিতরন করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। জয়পুরহাট শহরের প্রফেসর পাড়া এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী এ্যাডঃ তানজীর আল্ ওহাব নিজ বাড়ি থেকে লন্ডন যাবার সময়  জয়পুরহাট রেল স্টেশনের ছিন্নমূল অসহায় দরিদ্র শতাধিক  মানুষের মাঝে  কম্বল বিতরন করেন। এ ব্যাপারে এ্যাডঃ তানজীর আল্ ওহাব বলেন, ডিসেম্বররের ২৮ তারিখে আমার পারিবারিক প্রয়োজনে পৈতৃক বাড়ী জয়পুরহাটে এসে প্রচন্ড শীড উপলব্ধি করি এবং অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষ শীতে খুব কষ্ট পাচ্ছে। তাদের কথা চিন্তা করে লন্ডনে যাবার আগে তাদের কম্বল দেই। এছাড়াও আমাদের স্থানীয় সংগঠন ” প্রফেসর পাড়া হেল্পিং হেন্ড ” এর মাধ্যমে বিভিন্ন সামাজিক সহযোগিতা মুলক কাজ করে থাকি।
অনলাইন ডেস্কঃ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *