জয়পুরহাটে র্যাবের অভিযানে দস্যুতা চক্রের মুলহোতাসহ ৩ জন গ্রেফতার
জয়পুরহাটে মাদক সেবনরত অবস্থায় র্যাবের অভিযানে মাদক সেবনের সরঞ্জামাদিসহ দস্যুতা চক্রের মুলহোতাসহ ৩জন গ্রেফতার হয়েছে। সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল গত ৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে জয়পুরহাট জেলা সদর থানার ভাদসা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে দস্যুতা চক্রের মূলহোতা একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র মোঃ মুনছুর আলী (৩৪), গোপালপুর গ্রামের মৃত কামেজ উদ্দিনের পুত্র মোঃ বেলাল হোসেন ওরফে সাজু (৪০) ও মোঃ আলম হোসেনের পুত্র মোঃ মামুন রশিদ ওরফে মামুন(২৬)কে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, ধৃত মূলহোতা মুনসুর আলি(৩৪),দুই সদস্য মোঃ বেলাল হোসেন(৪২) ও মোঃ মামুনুর রশীদ(২৬) সবাই নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের টাকা যোগার করতে গিয়ে তারা চুরি, দস্যুতা ও ছিনতাইয়ের মতো বিভিন্ন ধরনের অসামাজিক অপরাধে জড়িয়ে পড়েছিল।তারা ভাদশা বাজার গুচ্ছগ্রামের পাশে শিম গাছের মাচার নিচে বসে সন্ধ্যার পর একত্রে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবন করে দস্যুতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে টিপ চাকু,ছোড়া,মাদকদ্রব্য ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে ধৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: