মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা পুলিশ

মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা দ্বিতীয় স্থান অর্জন করায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। পুলিশ সুপার হিসেবে জয়পুরহাটে মোহাম্মদ নূরে আলম যোগদান করার পর থেকে  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলার বিভিন্ন এলাকায়, গুরুত্বপূর্ণ সড়কে, স্থানীয় থানা পুলিশ ও গোয়েন্দা টিমের নিয়মিত অভিযান অব্যাহত রেখে মাদক উদ্ধারসহ মাদক কারবারি ও সেবনকারীদের আটক করে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে আসছে। যার ফলশ্রুতিতে মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে জয়পুরহাট জেলা দ্বিতীয় স্থান অর্জন করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জয়পুরহাট জেলা পুলিশ সবসময় পেশা দারিত্বের সাথে করে যাচ্ছে এবং সবসময় কাজ করবে।  ছোট জেলা হিসেবে অন্য জেলাগুলোর সাথে প্রতিযোগিতার  মাধ্যমে এই অর্জন করে আমরা জয়পুরহাট জেলার জন্য বিরাট সন্মান বয়ে আনতে পেরেছি। জয়পুরহাট জেলার সকল পুলিশ অফিসার ও ফোর্সরা আন্তরিকভাবে কাজ করে বলেই এ অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনে জয়পুরহাট জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব বাবু নন্দলাল পার্শী বলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার নুরে আলম একজন মানবিক পুলিশ কর্মকর্তা, ইতিমধ্যে তিনি শীতার্ত মানুষের মাঝে  প্রায় ১০ হাজার কম্বল বিতরণ করছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসী ও প্রতিবন্ধী দের জন্য কম্বলসহ বিবিধ সহযোগিতা করছেন। তিনি যোগদান করার পর কোন ডাকাতি অথবা বড় ধরনের চুরি সংগঠিত হয় নাই। যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন, তিনি একজন চৌখুশ কর্মকর্তা, তার নেতৃত্বে জয়পুরহাট জেলা পুলিশ সফলতার অনন্য চূড়ায় অতিক্রম করছে। তার স্বীকৃতি  স্বরূপ সারা বাংলাদেশের মধ্যে মাদক নিয়ন্ত্রণে জয়পুরহাট জেলা পুলিশ দ্বিতীয় স্থান অধিকার করেছে এটি জয়পুরবাসীর জন্য গর্ব। জেলা পুলিশ জয়পুরহাটের জন্য যে সন্মান বয়ে এনেছে তাতে আমরা গর্ববোধ করি।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান এত বড় পুরস্কার আসলে সৌভাগ্যের ব্যাপার। পুলিশ সুপার মোহাম্মদ নূরে স্যারকে নিয়ে আমরা গর্বিত।ওনার নেতৃত্বে শতভাগ নিষ্ঠার সাথে কাজ করে আমরা আগামীতে দ্বিতীয় থেকে প্রথম স্থান অর্জন করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এ জেলার সকল পর্যায়ের মানুষকে সর্বোচ্চ পুলিশি সেবা দেওয়ার চেষ্টা করব।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *