জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১৮টি রাস্তার কার্পেটিং কাজের উদ্ধোধন

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় ১৮টি রাস্তা কার্পেটিং কাজের উদ্ধোধন করা হয়েছে। ১০ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় ক্ষেতলাল পৌর চত্বরে একযোগে এসব উন্নয়ন কাজের উদ্ধোধন করেন মেয়র সিরাজুল ইসলাম। জানাগেছে, ক্ষেতলাল পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পেরে আওতায় ৯টি ওয়ার্ডে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৭.৬২ মিটার রাস্তার কার্পেটিং বিগত মেয়রের শুরু করা অসমাপ্ত কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহ সভাপতি মোফাজ্জল হোসেন, বাবু স্বপন রায়, প্যানেল মেয়র কাজী জিল্লুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায় রাজু, যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভ, বিশিষ্ট সাংবাদিক ও কবি কাজী অরূপসহ বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *