জয়পুরহাটের পাঁচবিবিতে ২জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ৩কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র্যাব প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল গত রবিবার রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩কেজি গাজাসহ একই উপজেলার বারোকান্দি গ্রামের মোঃ আবু তাহেরের পুত্র মাদকব্যবসায়ী মামুনুর রশিদ ওরফ মামুন(৩৫) ও কলন্দপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র মাহফুজুর রহমান নয়ন(২৭)কে গ্রেফতার করে।এ ব্যাপারে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: