জয়পুরহাটে জন প্রতিনিধি দম্পতির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন
জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম সোলায়মান আলী ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক সাবিনা চৌধুরী দম্পতি অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ১১ জানুয়ারী থেকে কয়েক দিন থেকে বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েক শত কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক স¤পাদক আব্দুস সোবহান মন্ডল, সদস্য আজিজার রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক সাবিনা চৌধুরী, সাংগঠনিক স¤পাদক আয়শা সিদ্দিকা আশা, জেলা যুব লীগের সহ- সভাপতি মেহেদী হাসান হিটলু, মোহাম্মদাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ স¤পদক ও প্যানেল চেয়ারম্যান মাহফুজার রহমান মাহফুজ, স্থানীয় ইউ পি সদস্য মালেকা বেগম সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তি ও নেতাকর্মীরা। এসময় এস এম সোলায়মান আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা তার প্রতিনিধি হয়ে অসহায় মানুষের কাছে কম্বল গুলো পৌছে দিচ্ছি। আপনারা আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
অনলাইন ডেস্কঃ