পাবনা সাংস্কৃতিক সংসদের নতুন সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গত ১৪ জানুয়ারী ২০২৩ সাংস্কৃতিক সংসদ এর নতুন সেশনের কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আব্দুল গাফফার খান, কেন্দ্র পরিচালক অধ্যাপক আখতার হোসেন, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক অধ্যাপক রকিব উদ্দিন, অধ্যাপক জাকির হোসেনসহ একঝাঁক সংস্কৃতিকর্মী পৃষ্ঠপোষক ও সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন।
সংস্কৃতি কর্মীদের জনাকীর্ণ সভায় সংসদের 2023 সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পূন নির্বাচিত হন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সাহিত্যিক কবি নোমান মুশাররফ । সহ সভাপতি হিসাবে মনোনীত হন যথাক্রমে জনাব আব্দুল আলীম ও অধ্যাপক রফিকুল ইসলাম। সংসদের পরিচালক হিসাবে জনাব রফিকুল আলম রঞ্জু , সহকারী পরিচালক শিল্পী আব্দুল মোমিন, সঙ্গীত পরিচালক জনাব শিল্পী মেহেদী হাসান, আবৃত্তি ও সাহিত্য বিষয়ক পরিচালক জনাব বরকতুল্লাহ ফাহাদ, নাট্য পরিচালক জনাব হাসিবুল ইসলাম, সাংবাদিকতা বিষয়ক পরিচালক জনাব নূরুন্নবী, প্রচার সম্পাদক জনাব মুনজিল হক, আইসিটি সম্পাদক জনাব তারেক মাহমুদ এবং অর্থ সম্পাদক হিসেবে জনাব আমিনুল ইসলামকে মনোনীত করা হয়।
রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় এবং বরকতুল্লাহ ফাহাদের তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য পেশ করেন কবি নোমান মুশাররফ, সুচনা সঙ্গীত পরিবেশন করেন সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচালক শফিকুল ইসলাম শাকিল, সভায় বক্তব্য রাখেন পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি আব্দুল গাফফার খান, জনাব অধ্যাপক রাকিব উদ্দিন, অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। বক্তাগন সংস্কৃতি কর্মীদেরকে সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের ধারাকে বেগবান করে সকল অশ্লীলতা বেহায়াপনা ও বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন মুকাবিলার মাধ্যম সমাজ পরিবর্তনের ধারাকে এগিয়ে নেয়ার আহবান জানান। সভায় আব্দুল গাফফার খানকে প্রধান করে 11 সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও গঠন করা হয় এবং অধ্যাপক রকিব উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করা হয়।
পাবনা প্রতিনিধিঃ