লেখক ও গবেষক রায়হান আজাদ এর শিশু- কিশোর উপযোগী জীবন ঘনিষ্ঠ ১০০ হাদীস বইয়ের প্রকাশনা উৎসব

১৪ জানুয়ারি ২০২৩ জুমাবার আল কুরআন লার্নিং সেন্টার চট্টগ্রাম’র উদ্যোগে মননশীল লেখক ও গবেষক রায়হান আজাদ কর্তৃক সংকলিত শিশু- কিশোর উপযোগী জীবন ঘনিষ্ঠ ১০০ হাদীস বইয়ের প্রকাশনা উৎসব নগরীর চকবাজারস্থ CBIU Trustee Board Conference Room এ অনুষ্ঠিত হয়। IIUC এর প্রফেসর, CRPS, EC চেয়ারম্যান এবং বইয়ের সম্পাদক প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আযহারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মো: মুজিবুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বিশিষ্ট সমাজসেবক ও কলামিস্ট ব্রাদার বাহার খ্যাত আহমদ রশিদ বাহাদুর ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য , কলামিস্ট আবৃত্তিশিল্পী মাহবুবা সুলতানা শিউলি। উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্য হতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইদানীং লিটল ম্যাগ সম্পাদক, বহু গ্রন্থ প্রণেতা ও কলামিস্ট মিনহাজুল ইসলাম মাসুম, দারুল উলুম আলিয়া মাদরাসার সিনিয়র লেকচারার ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিশিষ্ট ওয়ায়েজ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা সফওয়ানুল হক আল আযহারী, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব আবদুর রশীদ, CRPS সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।
উৎসবে প্রধান অতিথি তার বক্তব্যের পূর্বে সভাপতি ও অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে কোন প্রকাশনার মূল্য নিরূপিত হয়ে তার বিষয়বস্তু, তথ্য-তত্ত্ব ও উপস্থাপনা কৌশলের ওপর। রায়হান আজাদের ১০০ হাদীসের বই এক্ষেত্রে নি:সন্দেহে অনন্য । সভাপতি বইয়ের বহুল কাটতি কামনা করে বলেন, ১০০ হাদীসের এ বই মুসলিম সন্তানদের জন্যে ৩য় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক হিসেবে অধ্যয়ন যোগ্য সংকলন। লেখক রায়হান আজাদের সঞ্চালনায় মিষ্টি ও বই বিতরণ এবং দুআ-মুনাজাতের মধ্য দিয়ে উৎসব সমাপ্ত হয়।
অনলাইন ডেস্কঃ
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *