শেখ হাসিনা মানুষের উন্নয়নের রাজনীতি করে- হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের উন্নয়নের রাজনীতি করে। করোনাকালীন ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সংকটময় সময়েও তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন। ১৪ জানুয়ারী বিকেলে জয়পুরহাটের কালাই সরকারি মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমুল নেতাকর্মীদের সাথে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জাহিদুল আলম বেনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, রত্না রশীদ প্রমুখ। এর আগে হুইপ স্বপন কলেজ চত্বরে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন।
অনলাইন ডেস্কঃ