জয়পুরহাটের পাঁচবিবি পৌর মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩ হাজার কম্বল বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে পৌরসভার উদ্যোগে প্রায় ৩ হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। ১৬ জানুয়ারী সোমবার দুপুরে পৌর এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ স¤পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি উপজেলা নির্বাহি অফিসার বরমান হোসেন। এছাড়াও পৌর কাউন্সিলর সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্কঃ