পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কমিটি গঠনকল্পে আলোচনা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
গত ১৮ জানুয়ারি বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অফিস প্রাঙ্গণে উপদেষ্টা কমিটি গঠনকল্পে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছায়েম উদ্দিন সরদার। শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাসুদা বেগম ঝরনা, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, প্যানেল মেয়র মোশাইদ আল আমিন সাদ, বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য মানিক আকন্দ ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি বেলাল হোসেন প্রমূখ।
আরো বক্তব্য রাখেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ লাবু সরদার, সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী বাবুলাল মাহাতো, দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ। অপরদিকে উপদেষ্টা কমিটি গঠনকল্পে নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে একটি বলিষ্ঠ উপদেষ্টা কমিটি গঠন করার প্রস্তাাব ঘোষণা করেন প্রধান অতিথি। শেষে শ্রমিক ইউনিয়নের সভাপতি সায়েম উদ্দিন সরদার মরহুম শ্রমিক নেতাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।