পাঁচবিবিতে ডা: সাইদুর রহমান এমপির ৩৭তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি পাঁচমাথা পৌরপার্ক স্মৃতিসৌধ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা: সাইদুর রহমান এমপির ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল- ২০২৩ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা:সাইদুর রহমান এমপির পরিবারবর্গের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মরহুম ডা: সাইদুর রহমান এমপির সুযোগ্য কন্যা জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও পাঁচবিবি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাছুদা বেগম ঝর্ণা।

১৯৭০ সালে (পাঁচবিবি-জয়পুরহাট থানা) বগুড়া-১ আসনের এমপিএ এবং আওয়ামীলীগ নেতা প্রাদেশিক পরিষদের সদস্য। তিনি ১৯৭১ সালের সংগ্রাম কমিটির উপদেষ্টা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়। নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানাতে হবে। দ্বিতীয় পর্বে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মোঃ রাকিবুল ইসলাম। শেষে পরিবারের পক্ষ থেকে ৩ শতাধিক গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।